একুশে পদক পাওয়ায় সুফি মিজানুর রহমানকে ইউআইটিএসের সংবর্ধনা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০১ ১৩:১১:১৪
দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে একুশে পদকে ভূষিত করায় গতকাল সংবর্ধনার আয়োজন করে ইউআইটিএস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রীনা পি সোয়েমারনো, ইউআইটিএসের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইটিএসের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।