জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভা কাল
প্রকাশ: ২০১৫-১১-২৯ ১১:১০:৫২
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে কাল। ওইদিন দুপুর আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।
প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।