সাতক্ষীরায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই মেলার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০১ ১৩:৫৫:০০
সাতক্ষীরায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই মেলা। গতকাল শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবারের মেলায় পাঁচটি জেলার ৬১টি স্টল অংশ নিয়েছে। এসব জেলা হচ্ছে রাজশাহী, রংপুর, বরিশাল, ঝিনাইদহ ও সাতক্ষীরা।
মেলায় আগত রাজশাহী জেলার জোনাকি বুটিকের স্বত্বাধিকারী মনিরা মতিন জোনাকি জানান, এ মেলায় সব ধরনের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে বুটিকের বিভিন্ন পণ্য নিয়ে আসা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, টু-পিস ও স্কুল ব্যাগ।
ঝিনাইদহ জেলা থেকে আগত রাহেলা জুট ক্রাফটের স্বত্বাধিকারী শামিম আরা লীপা জানান, মেলায় পাটের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী আনা হয়েছে। দামও সহনশীল পর্যায়ে, যাতে করে সব ধরনের মানুষ ক্রয় করতে পারে।
সাতক্ষীরা জেলার বিজয়া হস্তশিল্পে বাহারি ও আকর্ষণীয় পাটজাত পণ্যসামগ্রী ওঠানো হয়েছে। এ স্টলের সহযোগিতায় রয়েছে সাতক্ষীরা মুখ্য পাট অধিদপ্তর অফিস। জেলার মুখ্য পাট পরিদর্শক আশিষ কুমার দাশ বলেন, সাতক্ষীরার নারী উদ্যোক্তা কবিতা সরকারকে সহযোগিতা করা হচ্ছে, যাতে আগামীতে তার দেখাদেখি আরো নারী উদ্যোক্তা তৈরি হয়।
মেলার প্রথম দিনেই দর্শনার্থীর ভিড় লক্ষণীয় ছিল। শহরের রাজারবাগ এলাকার কলেজছাত্র তানভির হোসেন বলেন, পাটের তৈরি একটি সাইট ব্যাগ ও একটি মানিব্যাগ কিনব। যেহেতু আজ মেলার উদ্বোধন হয়েছে, সে কারণে পণ্যের দামটা একটু চড়া মনে হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষে মেলার সার্বিক তদারকির দায়িত্বে নিয়োজিত রয়েছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজল মোল্যা। তিনি জানান, এসএমই মেলার কারণে আঞ্চলিকতার মধ্য দিয়ে উদ্যোক্তা তৈরি হবে। উৎপাদিত পণ্যের পরিচিতি ও আদান-প্রদান ঘটবে। দু-একদিনের মধ্যে মেলাটি জমে উঠবে বলে আশা করছেন তিনি।