চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০২ ১৫:০৪:৩৪
ডিজিটাল ব্যাংকিং জনপ্রিয় করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে গত শনিবার নগরীর চিটাগং ক্লাবে ডিজিটাল ব্যাংকিং মেলার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দীন আজাদ। গেস্ট অব অনার হিসেবে ছিলেন ইসলামী ব্যাংকের ডিএমডি মো. সালেহ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. নাইয়ার আজম।
বিশেষ অতিথি ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি এসটিএম আবু নাসের, এনআরবি গ্লোবাল ব্যাংকের ডিএমডি মুহাম্মদ শামসুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ ও মিফতাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নেয়ামত উল্লাহ এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল কবির। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি একেএম মহিউদ্দীন আজাদ বক্তব্যে ব্যাংকিং কার্যক্রমে অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বা এডিসির গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগী এ মেলার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির ভাষণে মো. মাহবুব-উল-আলম ব্যাংকের ডিজিটাল প্রডাক্টস ও সার্ভিস ব্যবহার করে ঘরে বসে সহজেই হিসাব খোলাসহ আধুনিক ব্যাংকিং সেবার সব সুযোগ গ্রহণ করার আহ্বান জানান এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য ইসলামী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চট্টগ্রাম ছাড়া ঢাকায় ডিজিটাল ব্যাংকিং মেলার ভেনুগুলোর মধ্যে ছিল খিলগাঁও গার্লস হাইস্কুল, মিরপুর ইনডোর স্টেডিয়াম, গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ারীর ক্ষুদে পণ্ডিতের পাঠশালা, মতিঝিলের টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শাহজাহানপুরের মাহবুব ইনস্টিটিউট।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশন ভবন, খুলনা পাবলিক হল, বরিশাল বিএম কলেজ, রংপুর টাউন হল, কুমিল্লা টাউন হল, বগুড়া শহীদ তিতু অডিটোরিয়াম, কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠ, মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি, যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল, সিলেট মোহাম্মদ আলী জিমনেশিয়াম, নোয়াখালী জিলা স্কুল মাঠ এবং ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।