লেনদেনের শীর্ষে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০২ ১৬:০৮:৩৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।এ দিন কোম্পানিটি ১৩ কোটি ৫০ লাখ টাকার লেনদেন করে লেনদেনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটির মোট ১ কোটি ১৩ লাখ ২ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৩৮ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৩৬ লাখ ৯৩ হাজার ৪২টি শেয়ার হাতবদল করেছে।গ্রামীণফোন ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্দো-বাংলা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, সিলভা ফার্মা, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/ঢাকা/এসআই