বাংলাদেশে যাত্রা শুরু করলো জোনাকি পারফিউম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১২:২৭:০৫
জোনাকি বাই নাসরিন জামির বাংলাদেশে প্রথম ফাইন পারফিউম ব্র্যান্ডের যাত্রা শুরু। ঢাকার ওয়েস্টিন হোটেলের বল রুমে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পারফিউম ব্র্যান্ড জোনাকির অফিশিয়ালি উদ্বোধন করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোনাকি পারফিউমের একমাত্র ডিস্ট্রিবিউটর। এই প্রথম একজন বাংলাদেশি ইন্টেরিয়র ডিজাইনার উদ্যোক্তা নাসরিন জামির বাংলাদেশে চালু করেছেন জোনাকি পারফিউম ব্র্যান্ড।
বোস্টন কনসাল্টিং গ্রুপের ম্যানেজিং পার্টনার যারিফ মুনির উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নাসরিন জামিরকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচ ই হ্যারি ভারওয়েজ এবং ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
‘জোনাকি বাই নাসরিন জামির’ নতুন পারফিউম পাওয়া যাবে পারফিউম বাংলাদেশ, ঢালি, ইউনিমার্ট, লিটল ইন্ডিয়া, আলমাস, বাই পারফিউম ইন বাংলাদেশ, এমআরআর করপোরেশন এবং অন্য নামকরা পারফিউমের দোকানগুলোয়। এ ছাড়া ই–কমার্স সাইট সাজগোজ, বাগডুম ও অন্য সাইটগুলোয় এ পারফিউম পাওয়া যাবে।