ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১৩:০৫:৫১


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সম্প্রতি ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক দুর্গা রানী সরকার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এসএম এহসান কবীরসহ প্রকল্পসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।