বেসিক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১৩:৪৮:৫৮


বেসিক ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের সকল নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে টাউনহল সভা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার, (১৪ ফেব্রুয়ারী) ব্যাংকের আগ্রাবাদ শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম।

এছাড়া প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক মোঃ মোজাম্মেল হোসেন এবং আহম্মদ হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপি কর্মসূচির প্রথম অধিবেশনে টাউনহল সভায় সকল কর্মকর্তাদের সাথে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় মতবিনিময় করেন। এরপর দ্বিতীয় অধিবেশনে শাখা ব্যবস্থাপক এবং অপারেশন ম্যানেজারদেরকে নিয়ে সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করে ২০২০ সালের কর্মপরিকল্পনা ও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মপন্থা নির্ধারণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সানবিডি/ঢাকা/এসআই