শরী‘আহ ভিত্তিক ৫টি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১৪:০৩:১৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসহ শরী‘আহ ভিত্তিক ৫টি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
শনিবার (২৯ ফেব্রয়ারী) কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে ডিজিটাল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মুহাম্মদ ইয়াকুব আলী। ইসলামী ব্যাংক কক্সবাজার শাখাপ্রধান মুহাম্মদ জামাল উদ্দীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস্ ও সার্ভিস সম্পর্কে মেলায় আগত গ্রাহক ও দর্শনার্থীদের বিস্তারিত তথ্য জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে ডিজিটাল ব্যাংকিং-এর বিভিন্ন অ্যাপে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়। মেলায় বিভিন্ন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই