দিল্লি পুলিশের আঘাতে আমার ভাই মারা গেছে: নাইম

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৩ ১৯:৫৩:৩১


গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের উপস্থিতিতে মুসলিমদের উপর ব্যাপক সহিংসতা চালায় উগ্র হিন্দুরা।এবার নাইম নামের এক ব্যাক্তি জানিয়েছেন, গত সপ্তাহে তার ভাই ফায়জান দিল্লিতে সহিংসতার সময় পুলিশি নির্যাতনের কারনে মৃত্যুবরণ করেছে।তার বক্তব্যর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

দিল্লিতে তিন দিনব্যাপি ওই সহিংসতায় প্রায় ৫০ জন মানুষ নিহত হয়।এ্ই সহিংসতার প্রধান লক্ষ ছিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়।যদিও এই সহিংসতায় মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোক নিহত হয়।

এই সহিংসতায় ২০০ এর অধিক মানুষ আহত হয়।এই সংঘর্ষের সুত্রপাত হয় মুলত ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে।মুসলিমরা এই আইনের প্রতিবাদ করে বিক্ষোভ করলে তাতে হামলা চালায় উগ্র হিন্দুরা।

বিবিসির সাংবাদিকরা অনুরোধ জানালেও দিল্লি পুলিশ ফায়জানের মৃত্যুর বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয় নি।ভয়াবহ এই সহিংসতা দমনে যথাযথ ভুমিকা পালন করতে না পারায় দিল্লি পুলিশ এখন ব্যাপক সমালোচনায় বিদ্ধ হচ্ছে। সুত্র-বিবিসি

অনুবাদ: নুরুজ্জামান