বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের বৈধতা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৪ ১১:৩৫:৪৩


বাংলাদেশ ব্যাংকের জারি করা (ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ঋণের সুদহার ৯ শতাংশ) সার্কুলারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। গত ২৪ ফেব্রুয়ারি জারি করা ওই সার্কুলার চ্যালেঞ্জ করে জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে গত ২৪ এপ্রিল ওই সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। সেখানে বলা হয়, চলতি বছরের ১ এপ্রিল থেকে এই সুদহার কার্যকর হবে।

ওই সার্কুলার চ্যালেঞ্জ করে গত রোববার হাই কোর্টে এই রিট আবেদন করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি।

মঙ্গলবার শুনানির পর রিটকারীর আইনজীবী সুমন বলেন, মাত্র দুই লাখ ঋণগ্রহীতাকে সুবিধা দিতে গিয়ে ৫০ লাখ আমানতকারীর স্বার্থ ‘ক্ষুণ্ন হতে পারে না। আমানতের সুদের হার কত হবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনও কিছু বলেনি। তবে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, ঋণের সুদের হার কমলে আমানতের সুদের হারও কমবে। মৌখিক ঘোষণা অনুযায়ী যদি আমানতের সুদের হার ৬ শাতাংশও করা হয়, তাহলে মাত্র দুই লাখের বিপরীতে ক্ষতিগ্রস্ত হবে ৫০ লাখ।’

তিনি বলেন, ‘এখানে একটি বিষয় হচ্ছে ওই সার্কুলারে শুধু তফসিলি ব্যাংকের কথা বলা হয়েছে। অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলোর ঋণ-আমানতের সুদের হারের বিষয়ে কিছু বলা নাই। তাই ওইসব আর্থিক প্রতিষ্ঠানগুলো চাইলে নিজেদের মত করে সুদের হার নির্ধারণ করে নিতে পারবে। এসব যুক্ত তুলে ধরে রিট আবেদনটি করা হয়েছিল।’

‘আমাদের বক্তব্য শুনে আদালত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটিতে হস্তক্ষেপ করার মত ইনগ্রেডিয়েন্ট (উপাদান) পেয়েছেন। তাই সার্কুলারটির বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন।’
সানবিডি/ঢাকা/এসএস