ইউনিভার্সেল মেডিকেলের ফ্রি মেডিকেল ক্যাম্প

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৪ ১২:৪২:৩৪


প্রতি বছরের মতো এবারো ৮ মার্চ ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে ‘ফ্রি উইমেন হেলথ ডে’র আয়োজন করেছে।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ বিশেষায়িত মেডিকেল ক্যাম্প। পাশাপাশি নিবন্ধনকৃতদের জন্য থাকছে নারীদের স্বাস্থ্যবিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা ও ‘কনসার্ট ফর উইমেন’, যেখানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী তাহসান ও ক্লোজআপ ওয়ান শিল্পী বন্দনা। দিনব্যাপী এ ফ্রি হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করবেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. রাবেয়া আক্তার, ডা. সানজিদা রহমান, ডা. শারমীন সালাম ও ডা. উম্মে নাজমিন ইসলাম, ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডা. রুখসানা পারভীন ও ডা. মিথিলা কর্মকার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফসানা রহমান, কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া সুলতানা, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. পারভীন সুলতানা, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফাহিমদা বেগম, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীলুফার রহমান, ডায়াবেটোলজিস্ট ডা. ফারহানা রহমান, ডেন্টাল সার্জন ডা. সোহিনী নয়না তাহের ও ডা. ফারজানা আখতার (কেয়া)।

ক্যাম্পে আসা নারীদের জন্য থাকছে সব পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়। মার্চজুড়ে ম্যামোগ্রাফি ও বিএমডিতে এ ছাড় দেয়া হবে। এছাড়া থাকছে ২ হাজার ২০ টাকায় নারীদের জন্য বিশেষ হেলথ প্যাকেজ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হসপিটাল নয়। সামাজিক দায়বদ্ধতা এ হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।