ওজনে কম দেয়ায় পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৪ ১৬:২৭:৩২
ওজন ও পরিমাপে কারচুপি করার অপরাধে ১টি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার ঢাকা মহানগরের বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে এ মামলা ও জরিমানা করা হয়। বিএসটিআই থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মেসার্স সিটিজেন ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি ডিজেল ইউনিটে ৬০ মিলি কম দেয়ায় মামলা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমেদ ও পরিদর্শক ইনজামামুল হক অংশগ্রহণ করেন।
সানবিডি/এনজে