কুয়েত প্রবেশে সনদ লাগবে প্রবাসীদের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৪ ১৬:৩৭:৫৬


চীন থেকে মারণঘাতি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ দশটি দেশের নাগরিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কুয়েত সরকার। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকেরা কুয়েত দূতাবাসের সনদ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি পাবে। করোনা ভাইরাস থেকে মুক্ত হলে পাওয়া যাবে ওই সনদ।

তবে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে বিস্তার কমে আসলেও মধ্যপ্রাচ্যে নতুন ভাবে বিস্তৃত হচ্ছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরানের পর সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে কুয়েতে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৮ মার্চ থেকে দশটি দেশের নাগরিকদের সেদেশে প্রবেশ করতে দূতাবাসের সনদ প্রয়োজন হবে। দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া এবং লেবানন।

সংশ্লিষ্ট দেশের নাগরিকেরা নিজ নিজ দেশের কুয়েত দূতাবাস থেকে ওই সনদ সংগ্রহ করতে পারবে। কোনও দেশে দূতাবাস না থাকলে সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সনদ নিতে হবে। তবে কুয়েতের নাগরিকদের এই সনদের প্রয়োজন পড়বে না বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

সানবিডি/এনজে