পাকিস্তানে পরমাণু মিসাইল তৈরির মেশিন পাঠাচ্ছিল চীন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৪ ১৬:৫৩:২২


গত ৩ ফেব্রুয়ারি গুজরাটের কান্দলা বন্দরে চীনের একটি জাহাজকে আটক করে ভারত। জাহাজ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র ঘিরে তোলপাড় শুরু হয়েছে। কারণ গোয়েন্দাদের প্রাথমিক সন্দেহ চীনের ওই জাহাজ পাকিস্তানে পরমাণু মিসাইল সংক্রান্ত একটি মেশিন পাচার করছিল। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসতেই ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটক চীনা জাহাজ থেকে ড্রায়ার তথা অটোক্লেভ মেশিন পাওয়া গেছে। যে মেশিনের সাহায্যে পরমাণু মিসাইল তথা স্যাটেলাইট লঞ্চ রকেট তৈরি করা যায়।

দাই কুই উন নামের চীনা জাহাজটি পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। ভারতীয় গোয়েন্দাদের কাছে পরমাণু প্রযুক্তি পাচার হচ্ছে এমন তথ্য আসতেই জাহাজটিকে আটক করে বাজেয়াপ্ত করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় তদন্ত। পাকিস্তানের কোন পরমাণু শক্তি সংক্রান্ত মিশনে অংশ নিতেই চীনের এই জাহাজটি যাচ্ছিল বলে মনে করা হচ্ছে।

জাহাজে থাকা অটোক্লেভ মেশিনটির ১,৫০০ কিলোমিটার রেঞ্জের একটি মিসাইলকে আছড়ে ফেলার ক্ষমতা রয়েছে। পাকিস্তানের পক্ষে শাহিন ২–এর প্রস্তুতি এবং তার পরীক্ষামূলক উৎক্ষেপণে নজর রাখছে ভারত। শাহিনেরও ১৫০০–২০০০ কিলোমিটার দূরে মিসাইল নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে।

পারমাণবিক শক্তিতে যাতে চীনের থেকে ভারত এগিয়ে যেতে না পারে তার জন্য নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের যোগ দেওয়ার বিষয়টি আটকে দেয় চীন। সেক্ষেত্রে অটোক্লেভ বাজেয়াপ্তের মতো ঘটনা বেশ তাৎপর্যপূর্ন বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।
সানবিডি/ঢাকা/এসএস