শেরপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ০৮:৫১:১০


শেরপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে তুলে ধরতে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে। ৪ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডিসি উদ্যান চত্বরে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

পরে ডিসি উদ্যান চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা বিসিকের ব্যবস্থাপক তামান্না মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মোঃ আসাদুজ্জামান রওশন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল ও উত্তরা ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার আনোয়ার উল্লাহ। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ক্ষুদ্র উদ্যোক্তাগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসএমই মেলায় ২৫টি স্টল বসেছে।