আসছে ২৪ ক্যারেট স্বর্ণের গ্যালাক্সি এস২০ সিরিজ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৫ ১৭:৪১:২৮
স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের ফোনগুলো পাওয়া যাবে গোল্ড সংস্করণে।বিলাস বহুল গিফট আইটেম তৈরির লন্ডনভিত্তিক কোম্পানি গোল্ডজিনি ফোনগুলোকে ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবে।
ফোনের ক্যামেরা ও ডিসপ্লে বাদে সামনে পেছনে দুই দিকেই থাকবে স্বর্ণ। গ্যালাক্সি এস ২০ মডেলের গোল্ড সংস্করণের দাম শুরু হবে ৩ হাজার ৩৯৭ পাউন্ড (প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা) থেকে।
গ্যালাক্সি এস২০ প্লাসের দাম হবে ৩ হাজার ৫৯৭ পাউন্ড (প্রায় ৩ লাখ ৯২ হাজার টাকা) থেকে। তবেই এই দাম শুধু মাত্র ফোরজি ফোনের ক্ষেত্রে প্রোযজ্য।
গ্যালাক্সি এস ২০ ও গ্যালাক্সি এস২০ প্লাসে ফাইভজি ব্যবহার করতে চাইলে খরচ করতে হবে আরও ১০০ পাউন্ড (১০ হাজার ৯০০ টাকা)।
সবচেয়ে দামি গ্যালাক্সি এস২০ আল্ট্রার জন্য খরচ করত হবে ৩ হাজার ৭৯৭ পাউন্ড (প্রায় ৪ লাখ ১৩ হাজার টাকা)।স্পেশাল বক্সে কাস্টমাইজড ফোনগুলোর ডেলিভারি শুরু হবে মার্চের শেষে।
এই ব্যয় বহুল এই ফোনগুলোর ক্রেতা খুব বেশি নেই। তাই ফোনগুলো সীমিত পরিসরে বাজারে ছাড়া হবে।গত মাসে গ্যালাক্সি এস২০ সিরিজ বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং। ফোনগুলোর বিক্রি শুরু হবে ৬ মার্চ থেকে। দাম হবে ৯৯৯ ডলার থেকে ১৫৯৯ ডলারের মধ্যে।
সানবিডি/এনজে