সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১১:০৭:১৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ০১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৪ কোটি ৫৮ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৯১ লাখ ৬১ হাজার  টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের দর বেড়েছে ১৯ দশমিক ৬৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২ লাখ ৭৭ হাজার  টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের দর বেড়েছে ১৯ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাক্কানি পাল্পের ১৯ দশমিক ১০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১৪ দশমিক ৯৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ১৪ দশমিক ৫৫ শতাংশ, গ্লাসকোস্মিথক্লাইনের ১৩ দশমিক ৩৭ শতংশ, প্যারামাউন্ট ইন্স্যরেন্সের ১১ দশমিক ৯৮ শতাংশ, সোনালী আঁশের ১১ দশমিক ৪৮ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ১১ দশমিক ৩০ শতাংশ দাম বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস