মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু

প্রকাশ: ২০১৫-১২-০১ ১৪:৪৯:২৩


High Schoolসারা দেশে বিভাগীয় ও জেলা সদরের ৩৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রাথমিকভাবে ১৭৫টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে ২০১৬ সালের শিক্ষাবর্ষে এসএমএস ও অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে অন্য স্কুলগুলোতেও একই প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ‘শিক্ষানীতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাল মিলিয়ে চলতে পারে সে জন্য ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।’

এ সময় ফেসবুক বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে আর নিরাপত্তার ঝুঁকি নেই এবং সেই অনুযায়ী  নির্দেশ দিলে খুলে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ওপরই আমাদের নির্ভর করতে হয়।’

তিনি বলেন, ‘বেলজিয়াম, ফ্রান্সের দিকে তাকিয়ে দেখুন। তারা জনগণের নিরাপত্তার স্বার্থে অনেক বেশি ত্যাগ স্বীকার করছে। যার তিন ভাগের এক ভাগও আমরা করছি না। আমরা কি ফ্রান্স বা বেলজিয়ামের মতো আক্রমণের শিকার হওয়ার জন্য অপেক্ষা করব? প্রশ্নই আসে না। আমরা এত অমানবিক নই, হতে পারব না, হতে চাই না।’