নভেল করোনাভাইরাস ছড়িয়েছে ভুটান-ভ্যাটিকানেও
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১২:০১:৩৪
করোনাভাইরাস সংক্রমণের প্রধান কেন্দ্র চীনের বাইরে নতুন নতুন দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইউরোপের সার্বিয়ায় এক ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে শুক্রবার জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্ত ব্যক্তি হাঙ্গেরিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে। আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। গতকাল রাজধানী ইয়াউন্ডেতে ভাইরাস সংক্রমিত এক ফরাসি নাগরিককে পাওয়া গেছে। এদিকে দক্ষিণ এশিয়ার ভুটানে করোনাভাইরাস সংক্রমিত এক পর্যটক পাওয়া গেছে। খবর এএফপি ও রয়টার্স।
করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় আগামী দুই সপ্তাহের জন্য পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে ভুটান। গত বৃহস্পতিবার ৭৬ বছর বয়সী এক মার্কিন পর্যটকের করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওয়াশিংটন থেকে ভারতে গিয়েছিলেন ওই মার্কিন পর্যটক। ২ মার্চ তিনি গুয়াহাটি থেকে আকাশপথে ভুটানে পৌঁছান।
সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জ্লাটিবর লোনকার গতকাল এক সংবাদ বিবৃতিতে জানান, সার্বিয়ায় প্রথম করোনাভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। সাবোটিকা অঞ্চলে বসবাসকারী ৪৩ বছর বয়সী এক নাগরিক এতে আক্রান্ত হয়েছেন। তিনি সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থান করছিলেন। তাকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে; কিন্তু তার শারীরিক অবস্থা ভালো বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংস্পর্শে যারা এসেছেন, তাদের পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ক্যামেরুনে আক্রান্ত ৫৮ বছর বয়সী ফরাসি নাগরিককে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সাব-সাহারান আফ্রিকার সেনেগালে চারজনের সংক্রমণের খবর পাওয়া গেছেন যাদের সবাই বিদেশী নাগরিক। দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ায় একজন করে ভাইরাসে আক্রান্তের তথ্য নিশ্চিত হয়েছে।
রোমান ক্যাথলিকদের তীর্থস্থান ভ্যাটিকান থেকে জানানো হয়, তাদের স্বাস্থ্যসেবায় থাকা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে এ দেয়ালঘেরা নগররাষ্ট্রে আক্রান্তের খবরে ভীতি ছড়িয়ে পড়েছে। ভ্যাটিকানে কাজ করা বেশির ভাগ কর্মী রোমের অন্যান্য অংশে বাস করেন। তারা নিয়মিতই ভ্যাটিকানের ভেতর ও বাইরে যাওয়া-আসা করেন। এতে ইতালির রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপের মধ্যে ভয়াবহভাবে আক্রান্ত ইতালিতে বৃহস্পতিবার নাগাদ নিহতের সংখ্যা ১৪৮ ছাড়িয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি জানান, বৃহস্পতিবার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ায় ভ্যাটিকানের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণে থাকা ক্লিনিকগুলো বন্ধ করা হয়েছে; সেগুলো জীবাণুমুক্ত করার চেষ্টা চলছে।
দুই মাস আগে চীনের উহান থেকে ছড়াতে শুরু করা নভেল করোনাভাইরাস এরই মধ্যে ৮৫টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি, ৩০ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বাংলাদেশ ও মিয়ানমারে এখনো কারোর মধ্যে সংক্রমণের তথ্য আসেনি।
গত দুই মাসে চীনে করোনাভাইরাসে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। মৃতের সংখ্যাগত তালিকায় এর পরই রয়েছে ইতালি। গত এক সপ্তাহে দেশটিতে ১৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তালিকায় এর পরের অবস্থানে থাকা ইরানে মারা গেছে ১০৭ জন।
সানবিডি/ঢাকা/এসএস