পথচলাকে নিরাপদ, আরামদায়ক ও মানসম্পন্ন করে তুলতে ঢাকা, যশোর, সিলেট, রাজশাহী, কক্সবাজার, খুলনা ও চট্টগ্রামের পর সম্পূর্ণ দেশীয় রাইডশেয়ারিং সার্ভিস ‘ওভাই’ বাংলাদেশের আরো কিছু শহরে নিজস্ব সেবা চালু করেছে। ওভাইয়ের উন্নয়ন ব্যবস্থাপক তাবাসসুম জামান জানান, মোটরবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ি সেবার মাধ্যমে বর্তমানে ওভাই বগুড়া, সৈয়দপুর, রংপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুরসহ মোট ২৩টি শহরে কার্যক্রম পরিচালনা করছে। আশা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ওভাইয়ের এ সেবা আরো বিস্তৃত হবে।
২০১৮ সালে যাত্রা শুরু করে ওভাই। ওভাই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে ঘরে বসেই যেকোনো স্থান থেকে মোটরবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ি বুক করা যায়।
ইন্টারনেট সংযোগ ছাড়াও ওভাই রাইড পাওয়া সম্ভব। চালকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ১৬৬৩৩ নম্বরে কল করেও অ্যাপ থেকেই রাইড নিতে পারবেন আপনি।