বাটা বাংলাদেশ ব্র্যান্ডের নতুন মুখ মেহজাবীন ও সিয়াম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৪:২৮:৫৪


সম্প্রতি বাটা বাংলাদেশ দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও মডেল মেহজাবীন চৌধুরী এবং সিয়াম আহমেদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে।

এ প্রসঙ্গে ব্র্যান্ডটির একজন ব্যবস্থাপক জানান, মেহজাবীন ও সিয়াম দুজনেই প্রতিভাবান এবং তাদের ব্যক্তিগত স্টাইল ও ফ্যাশনের ধারণা বাটা ব্র্যান্ডটির সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। তাদেরকে বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। তাদের ব্যক্তিত্ব বাটা ব্র্যান্ডটির মতোই সহজাত ও প্রাণবন্ত হওয়ায় বাটার অ্যাম্বাসেডর হিসেবে তাদের নির্বাচন যথার্থ হয়েছে বলে মনে করি। বাটা তাদের গুণাবলিকে সম্মান করে এবং বিশ্বাস করে এগুলোই তাদেরকে তরুণ প্রজন্মের আদর্শ হিসেবে গড়ে তুলেছে।