বাংলাদেশসহ ৭ দেশে কুয়েতের ফ্লাইট বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৫:৫৫:৪৬


প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এই দেশগুলো হলো-মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত।

এ ব্যাপারে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফেনী জেলার কুয়েতপ্রবাসী মোহাম্মদ আলী জিন্নাহ যুগান্তরকে জানান, আজ সকাল ৯ টার এয়ার এরাবিয়া ফ্লাইটে কুয়েতে আসার কথা ছিল তার। সকাল ৬ টায় চট্টগ্রাম বিমানবন্দরে আসার পর জানতে পারেন কুয়েতগামীদের বোডিং পাস দেয়া হচ্ছে না। কারণ জিজ্ঞাসা করলে কর্তৃপক্ষ বলে কুয়েত সরকার বাংলাদেশসহ ৭ দেশের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

তিনি আরও জানান, ৮ তারিখ থেকে কোভিট-১৯ সনদ বাধ্যতামূলক করা হলে ভোগান্তি এড়াতে টাকা দিয়ে ফ্লাইটে তারিখ পরিবর্তন করে এগিয়ে ৭ তারিখে নিয়ে আসেন। কোনো ধরনের ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে আমার মতো অনেক কুয়েতগামী যাত্রী বিপাকে পড়েছেন।

সানবিডি/এনজে