যশোরে ই-কমার্স মেলা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৬:৪২:৩৫
ই-কমার্স কার্যক্রমকে সম্প্রসারণের লক্ষ্যে যশোরে দিনব্যাপী ই-কমার্স ডাক মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এ মেলার উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে ই-ক্যাবের সভাপতি অভিনেত্রী শমি কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিজিকনের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুর রহমান শরীফ, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দীন, ডিরেক্টর জিয়া আশরাফ, যশোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শাহ আলম প্রমুখ।
মেলায় বিভিন্ন খ্যাতনামা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ও ডাক বিভাগ ৪০টি স্টল দেয়। আয়োজকরা জানান, দিন দিন ই-কমার্সের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে। সে কারণে ই-কমার্স কার্যক্রমকে আরও সম্প্রসারণ করতে দেশের ৮ বিভাগেই মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় দেশের সব প্রান্তের মানুষকে ই-কমার্স সাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একই সাথে ই-কমার্সের পণ্য কুরিয়ার সার্ভিসের পাশাপাশি ডাক বিভাগও দ্রুত ও নিশ্চয়তার সাথে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছে।
সানবিডি/ঢাকা/এসএস