বাণিজ্যিক ও গাড়ি পাকিংয়ের স্পেস ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৮ ১০:২৩:০০


পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ বাণিজ্যিক ও গাড়ি পাকিংয়ের স্পেস ক্রয়ে দলিল চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি তেজগাঁওয়ের বাণিজ্যিক এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে লিজ নেওয়া জমিতে নির্মাণাধিন ‘ট্রেড ইন্টারকন্টিনেন্টাল ১৯৭৩’ নামের ৩২ তলা ভবনে বাণিজ্যিক ও ১৬টি গাড়ি পাকিংয়ের জন্য ২৮ হাজার ২৯১ স্কয়ার ফিট স্পেস ক্রয়ে জন্য দলিল চুক্তি সম্পন্ন করেছে।

এই বাণিজ্যিক ও গাড়ি পাকিংয়ের স্পেস ক্রয় কোম্পানিটির ৫২ কোটি ৬২ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় হবে। ২০২৩ সালের জুলাই মাসে এই ভবনের কাজ সম্পন্ন হবে এবং কোম্পানির কাছে বুঝিয়ে দেয়া হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস