রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অ্যাবাকাস কনভেনশন সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয় চাকদা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের ‘সিএসআরএম ডিলার মিট-২০২০’। এতে ২০১৯-২০ সালের নির্বাচিত শ্রেষ্ঠ ডিলারদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে সারা দেশ থেকে আসা ডিলার ও অতিথিদের নিয়ে আলোচনা, আপ্যায়ন ও র্যাফল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ।
‘সিএসআরএম ডিলার মিট-২০২০’-এ উপস্থিত হয়ে ডিলারদের মধ্যে সম্মাননা ও পুরস্কার তুলে দেন সিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রি-রোলিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা করেন সিএসআরএমের পরিচালক ও সিইও জাকারিয়া জ্যাকী, ডিরেক্টর অ্যান্ড হেড অব সেলস মো. আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (কোয়ালিটি) ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন ও স্বাগত বক্তৃতা করেন সিএসআরএমের জেনারেল ম্যানেজার (সেলস) মো. সাইদুর রহমান রতন। নন্দন অডিও ভিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কোম্পানির হেড অব ব্র্যান্ডিং হুমায়ুন কবির।