বিএসইসির সাথে সিএসইর নতুন পর্ষদের সাক্ষাত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৮ ১৪:৪৪:০৭
সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি: এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের নেতৃত্বে সিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বিএসইসি এর চেয়ারম্যান সিএসই এর নবগঠিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানান।
বিএসইসির চেয়ারম্যান বলেন, স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই পুঁজিবাজারের সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেক্ষেত্রে এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সব সময়ই বেশি। স্বতন্ত্র পরিচালকদের কর্মকান্ডের উপরই নির্ভর করে বিনিয়োগকারীদের আস্থা। সেই সাথে নির্ভর করে বাজারের গতিশীলতা। আমাদের সকলের উদ্দেশ্য পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নেয়া। এই লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে বিএসইসির পক্ষ থেকে সর্বাত্মক নীতিগত সহযোগীতা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসইসিএর কমিশনার অধ্যাপক মো: হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, এফসিএমএ, খোন্দকার কামালুজ্জামান, ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালকবৃন্দ মো: আনোয়ারুল ইসলাম, মো: সাইফুর রহমান, মো: মাহবুবূল আলম ।
সিএসই এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্বিতে পুঁজিবাজারকে আরো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। তুলনামূলকভাবে অন্যান্য দেশের সাথে তুলনায় বাংলাদেশে জিডিপির পার্সেন্টেজ এর সাথে মার্কেট ক্যাপ আরো বেশী হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে অরো কোম্পানীসমূহকে পুজিঁবাজারে আনতে সিএসই এবং বিএসইসিকে এক সাথে কাজ করতে হবে। বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানীসমূহকে পুঁজিবাজারে আনতে উভয়ের সমন্বিত উদ্যোগ পুঁজিবাজারকে গতিশীল করবে। এছাড়াও সময়োপযোগী কিছু পরিবর্তন পুুঁজিবাজারকে আরো গতিশীল করতে পারে যেমন নেটিং, এপিআই শেয়ারিং এবং টি প্লাস জিরোতে সেটেলম্যান্ট।
তিনি আরা বলেন, বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতার ৫০ বর্ষ পূর্ণ হতে যাচ্ছে। এই ৫০ বছরের মধ্যে গত ১৫ বছরে অর্থনৈতিক অগ্রগতি দৃশ্যমান। সামনের দিনে এই অগ্রগতির একাট বড় অংশ হতে পারে পুজিঁবাজার। সকলের সমন্বিত প্রচেষ্টায় এই খাতকে আরো শক্তিশালী করে অর্থনীতির অন্যান্য সেক্টর এর সাথে মিল রেখে এগিয়ে নিতে হবে।
সিএসই’এর প্রতিনিধিদলে ছিলেন সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, এফসিএ, এফসিএমএ, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, মো. ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং মহাব্যবস্থাপক ও সিএসই ঢাকা অফিস ইন-চার্জ মো. গোলাম ফারুক। উপস্থিত সবাই নিজ নিজ মতামত এবং পরামর্শ প্রদান করেন এবং বিএসইসি ও সিএসই এর চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের সাথে সহমত পোষণ করে পুঁজিবাজারকে এগিয়ে নিতে দৃঢ়তা পোষণ করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস