ঝাড়খন্ডে অনাহারে ৪২ বছর বয়সী শ্রমিকের মৃত্যু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৮ ১৫:৪৩:২৭


ভারতের ঝাড়খন্ড রাজ্যের  ভুখাল ঘাসি নামের একজন ৪২ বছর বয়সী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেশ কয়েকদিন যাবৎ অনাহারে থাকার পর তার মৃত্যু হয়েছে। ঝাড়খন্ডের অন্যতম বাণিজ্যিক জেলা বোকারোর অন্তর্গত একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) এ খবর জানিয়েছে এনডিটিভি।

তবে, বোকরো জেলা প্রশাসক মুকেশ কুমার দাবি করেছেন, দীর্ঘদিনের অসুস্থতায় ভুখাল ঘাসির মৃত্যু হয়েছে। এর আগে, তিনি বেঙ্গালুরুতে কাজ করতেন, অসুস্থ অবস্থায় ছয় মাস আগে ঝাড়খন্ডে আসেন।

এছাড়া তিনি আরও জানান, ভুখালের পুরো পরিবারই রক্তশুন্যতায় ভুগছে। তার স্ত্রীও মারাত্মক রক্তশুন্য অবস্থায় রয়েছে। ওই এলাকার উন্নয়ন কর্মীদের ‘ভীমরাও আম্বেদকর আবাস যোজনা’র মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। এবং সরকারি অর্থায়নের মাধ্যমে তাদের পুরো পরিবারকে চিকিৎসার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ভুখাল ঘাসির বিধবা স্ত্রী রেখা দেবী এনডিটিভিকে জানিয়েছেন, তাদের পরিবারের নামে কোনো রেশন কার্ড নেই। নেই চিকিৎসা সেবা পাওয়ার আয়ুষ্মান কার্ড। পরিবারের সবাই মিলে তারা কয়েকদিন ধরে খাবার না খেয়ে ছিলেন।

ইতোমধ্যেই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এক টুইটার বার্তায় জানিয়েছেন, শ্রমিকের মৃত্যুর বিষয়টি তিনি গুরত্বের সাথে নিয়েছেন। মুখ্যমন্ত্রী টুইটারে ওই জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার পর বোকারোর প্রশাসনিক কর্মকর্তা ও জেলার ডেপুটি কমিশনার তার কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।

সানবিডি/এনজে