দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৮ ১৭:১৬:৪৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে   এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৬৩১ বারে ১ লাখ ৮৪ হাজার ৮৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা কোহিনুর কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭৬ বারে ১ লাখ ১৪ হাজার ৩৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৬ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৯ বারে ২ লাখ ৪৩ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্যাকেজিং অ্যান্ড পেপারের ৬ দশমিক ৬৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫ দশমিক ৫৯ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৭৫ শতাংশ, সি পার্ল বীচের ২ দশমিক ৬৫ শতাংশ, অ্যারামিটের ২ দশমিক ৪৮ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ২২ শতাংশ ও এটলাস বাংলাদেশের ১ দশমিক ৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস