করোনার আতঙ্গে প্রথম ঘণ্টায় সূচক কমলো ১৬০ পয়েন্ট
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৯ ১১:৪৮:১৮
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। সোমবার লেনদেনের এক ঘণ্টায় ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬০ পয়েন্ট কমেছে। এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯২ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আজ বেলা ১০টা ৪৯ মিনিটে ডিএসইতে ৬৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০০ পয়েন্টে।
ডিএসইতে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস