ব্যাংকের এমডিদের সাথে ডিএসইর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৩-১০ ০৭:৫৩:৩৯


পুঁজিবাজারকে সাপোর্ট দিতে ব্যাংকগুলোকে বিশেষ তহবিল গঠন করার নির্দেশনা দিয়েছে সরকার। এরই মধ্যে কয়েকটি ব্যাংক বিশেষ তহবিল গঠন করেছে। আরও কয়েকটি ব্যাংক গঠন করার প্রক্রিয়ায় রয়েছে। অন্যদিকে করোনার প্রভাবে সোমবার ব্যাপক দরপতন হয়েছে পুঁজিবাজারে। পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয় নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টায় ঢাকার নিকুঞ্জে ডিএসইর নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ডিএসইর নব নির্বাচিত চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান।

উল্লেখ,পুঁজিবাজারের অব্যাহত দরপতন রুখতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করে। দরপতন বন্ধ করতে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে তহবিল গঠনের উদ্যোগটি নেয় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, যে কোনো বাণিজ্যিক ব্যাংক চাইলে পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে সর্বোচ্চ ২০০ কোটি টাকার তহবিল গঠন করতে পারবে। তহবিলের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর বা ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি। তহবিলের সর্বোচ্চ ৪০ শতাংশ সংশ্নিষ্ট ব্যাংককেই বিনিয়োগ করতে হবে। বাকি ৬০ শতাংশ নিজ ও অন্যান্য ব্যাংকের সহযোগী এবং স্বতন্ত্র ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে শুধু পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে ঋণ দেওয়া হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস