স্কুলের বাথরুমে ছাত্রীর সন্তান প্রসব
আপডেট: ২০১৫-১২-০১ ২১:৫০:২৩
ভারতের হায়দরাবাদের মাধেপুরে একটি স্কুলের বাথরুমে সন্তানের জন্ম দিয়েছে নবম শ্রেণির একজন ছাত্রী।আজ মঙ্গলবার ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, ক্লাস চলাকালে নবম শ্রেণির ওই ছাত্রী তার পেটে যন্ত্রণা হচ্ছে জানালে শিক্ষক তাকে ওয়াশরুমে যেতে বলেন। অন্য এক ছাত্রীকেও তার সঙ্গে পাঠানো হয়। ওয়াশরুমে ঢুকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছাত্রীটি একটি সন্তানের জন্ম দেয়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সহপাঠীটি বিষয়টি জানায় শিক্ষকদের। ওয়াশরুমে গিয়ে ছাত্রীটির হাল দেখে শিক্ষকরাও ‘বোবা’ বনে যান। পরে তারা ছাত্রীর বাড়িতে খবর পাঠান।
ছাত্রীটির শ্রেণিশিক্ষক বলেছেন, “সে (ছাত্রীটি) খুব একটা মোটাসোটা নয়। সাধারণভাবেই ক্লাসে আসত। কোলের ওপর ব্যাগ রেখে বেঞ্চে বসত। কখনোই মনে হয়নি ও প্রেগন্যান্ট।”
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের কাছে এ বিষয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিবেশীদের মধ্যে কেউ মেয়েটির এই অবস্থার জন্য দায়ী। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সানবিডি/ঢাকা/রাআ