ইউসিবিতে মুজিব কর্নার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১০ ২৩:২৯:৫৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি) মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীতে ব্যাংকটির করপোরেট অফিসে এই কর্নারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে কেন্দ্রীয় ব্যাংকের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ চালু করা হয়েছিল ২০১৮ সালের ১৩ ডিসেম্বর। এখন মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্নার’ চালু করা হচ্ছে।