সোনামসজিদ কাস্টমস তালা ঝুলিয়েছে সিএ্যান্ডএফ অফিসে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১১ ১২:২৫:৩৮


গত ১৫ দিন ধরে সোনামসজিদ স্থলবন্দর সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনে তালা ঝুলছে। কাস্টমস্ এই তালা ঝুলিয়েছে। পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে পাল্টা কমিটি গঠন করায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনে এই তালা ঝুলিয়েছে। কাস্টমসের বক্তব্য হচ্ছে অপ্রীতিকর ঘটনা এড়াতে তালা ঝুলিয়েছে। এই বক্তব্য কাস্টমস্ কর্তৃপক্ষের। কাস্টমসের সহকারী কমিশনার সাইদুর রহমান জানান, সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের একটি কমিটি বিদ্যমান থাকার পরেও পাল্টা কমিটি গঠন হয়েছে। দু’পক্ষের মধ্যে দখল নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় কাস্টমস তালা ঝুলিয়েছে। একটি বেসরকারী প্রতিষ্ঠান হবার পরেও কার্যালয়টি কাস্টমস চত্বরে রয়েছে। কাস্টমসের কার্যকলাপ ব্যাহত হচ্ছে বিধায় ইতোপূর্বে এ্যাসোসিয়েশনের অফিস সরিয়ে নেবার জন্য একাধিকবার বলার পরেও স্থানান্তরিত করেনি। ব্যবসার পরিবেশ নষ্ট না হয় সেদিক বিবেচনা করে কাস্টমস কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। কোন অপ্রীতিকার ঘটনা ঘটলে তার দায়িত্ব কাস্টমস বহন করবে না।

এদিকে আগের কমিটির সাধারণ সম্পাদক হারুন রশীদ বলেন চাঁপাই-১ আসনের সংসদ সদস্যের অনুমতি নিয়ে আগের কমিটি গঠন হয়। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান শরিফুল ইসলাম স্বাধীনকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সম্পাদক করার সুপারিশ করেন। দুটি কমিটি গঠন নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাই কাস্টমস্ অফিসে তালা ঝুলিয়েছে। স্থানীয় সংসদ সদস্য পদাধিকার বলে এই বন্দরের উপদেষ্টা।