পাম অয়েল

১৭ লাখ টনের নিচে নামল মালয়েশিয়ার মজুদ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১১ ১৩:০০:১৯


 

মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন বাড়তির দিকে রয়েছে। তবে কমে এসেছে পণ্যটির সমাপনী মজুদ। গত ফেব্রুয়ারিতে দেশটিতে অপরিশোধিত পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়েছে। একই সময়ে মালয়েশিয়ায় পাম অয়েলের সমাপনী মজুদ কমেছে ৪ শতাংশের বেশি। প্রায় ১১ শতাংশ কমেছে রফতানিও। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর স্টার অনলাইন।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ। এমপিওবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় সব মিলিয়ে ১১ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হয়েছিল। গত ফেব্রুয়ারিতে পণ্যটির উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৯০ হাজার টনে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ৯৯ শতাংশ বেশি। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন বেড়েছে ১ লাখ ২০ হাজার টন।

মালয়েশিয়ায় গত ফেব্রুয়ারিতে পাম কার্নেল উৎপাদন আগের মাসের তুলনায় ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৮০৮ টনে উন্নীত হয়েছে। জানুয়ারিতে দেশটিতে পণ্যটির উৎপাদন হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ৯০৯ টন।

তবে উৎপাদন খাতে চাঙ্গা ভাব বজায় থাকলেও ফেব্রুয়ারি শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের সমাপনী মজুদ ছিল নিম্নমুখী। এমপিওবির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় পাম অয়েলের সমাপনী মজুদ ছিল ১৭ লাখ ৬০ হাজার টন। ফেব্রুয়ারিতে পণ্যটির সমাপনী মজুদ আগের মাসের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ কমে ১৬ লাখ ৮০ হাজার টনে নেমে এসেছে। সে হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে পাম অয়েলের সমাপনী মজুদ কমেছে ৮০ হাজার টন।

মালয়েশিয়ায় ফেব্রুয়ারি শেষে অপরিশোধিত পাম অয়েলের সমাপনী মজুদ আগের মাসের তুলনায় দশমিক ২৩ শতাংশ কমে ৮ লাখ ৪২ হাজার ৯৬৫ টনে নেমেছে বলে প্রতিবেদনে জানিয়েছে এমপিওবি। গত জানুয়ারির শেষে দেশটিতে ৮ লাখ ৪৪ হাজার ৯৩০ টন অপরিশোধিত পাম অয়েল মজুদ ছিল।

এদিকে প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি শেষে মালয়েশিয়ায় প্রক্রিয়াজাত পাম অয়েলের সমাপনী মজুদ দাঁড়িয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৬৩৪ টনে, যা আগের মাসের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ কম। গত জানুয়ারিতে দেশটিতে পণ্যটির সমাপনী মজুদের পরিমাণ ছিল ৯ লাখ ১০ হাজার ৪৮৪ টন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে মালয়েশিয়া থেকে ১০ লাখ ৮০ হাজার টন পাম অয়েল রফতানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ১০ দশমিক ৮১ শতাংশ কম। জানুয়ারিতে দেশটি থেকে ১২ লাখ ১০ হাজার টন পাম অয়েল রফতানি হয়েছিল।
সানবিডি/ঢাকা/এসএস