কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন চাঁদপুরের মৃণাল কান্তি সরকার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১১ ১৪:২৩:৫৮
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন পরিসংখ্যান বিভাগের উপমহাব্যবস্থাপক মৃণাল কান্তি সরকার। ৫ মার্চ ব্যাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়।
মৃণাল কান্তি সরকার চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ও ডেপুটেশনে বিনিয়োগ বোর্ডে (বর্তমানে বিডা) দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলংকা ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
সানবিডি/এনজে