বরিশালে করোনা আতঙ্কের মধ্যেই বাণিজ্য মেলা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:৩৯:০২


বিশ্বের শতাধিক দেশের পর বাংলাদেশেও হানা দিয়েছে নভেল করোনাভাইরাস। এ ভাইরাস প্রতিরোধে গৃহীত উদ্যোগের অন্যতম হচ্ছে লোকসমাগম ও জনবহুল স্থান এড়িয়ে চলা। তবে এসব সতর্কতা উপেক্ষা করে দ্য চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০-এর আয়োজন করা হয়েছে। শিগগিরই এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে শঙ্কিত ও আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী।

এ বিষয়ে নগরীর এপেক্স হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসএম আরিফুর রহমান ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অন্যান্য ভাইরাস থেকে করোনাভাইরাস একটু আলাদা। এটির ওজন আছে। তাই এটি বাতাসে ভাসে না। মানুষের হাত কিংবা শরীরে মিশে থাকে। তাই এটি প্রতিরোধে যেকোনো ভিড় ও জনসমাগমের স্থান এড়িয়ে চলা উচিত।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, বাণিজ্য মেলার বিষয়ে আমাদের কাছে কোনো সরকারি নির্দেশনা আসেনি। তাই সিদ্ধান্তও জানাতে পারছি না। তবে বেশি লোকসমাগমের স্থানে অবস্থান না করার জন্য আমরা বেতার, টেলিভিশন ছাড়াও বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছি এবং তা অব্যাহত থাকবে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মেলা আয়োজনের বিষয়টি আমি অবগত নই। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করা হবে।