বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ১৪ মার্চ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১২:২৩:০৭


দেশের প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাচন আগামী ১৪ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২০-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলবে। ১৬ মার্চ নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বণ্টন করা হবে বলে জানা গেছে।

এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যামটবের সাবেক মহাসচিব টি আই এম নূরুল কবির। এসময় নির্বাচন বোর্ডের সদস্য হলেন শেখ কবীর আহমেদ ও বীরেন্দ্র নাথ অধিকারী। এবারের নির্বাচনে রয়েছে দুটি প্যানেল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইপসিলন সিস্টেমস এ্যান্ড সলিউশনের চেয়ারম্যান মোঃ শাহিদ-উল-মুনীরের নেতৃত্বে ‘সমমনা ৭’ নামের প্যানেলে রয়েছেন কম্পিউটার পয়েন্টের স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, স্পিড টেকনোলজি এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী জাবেদুর রহমান শাহীন, কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মনিরুল ইসলাম, প্যারেননিয়েল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মোজহের ইমাম চৌধুরী (পিনু) ও স্মার্ট প্রিন্টিং সলিউশনের পরিচালক মুজাহিদ আলবেরুনি সুজন। সি এ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুব্রত সরকারের নেতৃত্বে ‘চ্যালেঞ্জার্স ২০২১’ নামের প্যানেলে রয়েছেন ম্যাটস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছুবউল্লাহ্ খান, টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাইবার কমিউনিকেশনসের প্রধান নির্বাহী নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান রাশেদ আলী ভূঁঞা ও ডাটা সলিউশনসের প্রধান নির্বাহী আবদুল মমিন খান।