সুতা রফতানিকারকের সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৩:৫৬:২১


সর্বোচ্চ পাটের সুতা উৎপাদনকারী ও গুণগত মানসম্পন্ন পাটজাত পণ্য রফতানিতে অসামান্য অবদান রাখার জন্য জাতীয় পাট দিবস ২০২০-এ পাটের সুতা রফতানিকারকের সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস লিমিটেড। গত শুক্রবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গেলাম দস্তগীর বীরপ্রতীকের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)।