পিডিবির সদস্য হলেন প্রকৌশলী নূরুন নাহার বেগম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৪:০১:৫৮
প্রকৌশলী নূরুন নাহার বেগম গতকাল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) হিসেবে যোগদান করেছেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি প্রধান প্রকৌশলী বিতরণ প্রকল্প হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নূরুন নাহার বেগম ১৯৮৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস) ডিগ্রি অর্জন করেন।
১৯৮৪ সালের ১৪ অক্টোবর তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কার্যক্রম পরিদপ্তরে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি উপবিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিকল্পনা পরিদপ্তর, নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চট্টগ্রাম ও খুলনা ১৩২০ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এবং প্রকল্প সমন্বয়কারী (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) হিসেবে সোলার স্ট্রিট লাইটিং প্রজেক্টে দায়িত্ব পালন করেন। —