দর বৃদ্ধির শীর্ষেও ওরিয়ন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৬:৩৫:৩৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে   ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৩৫ বারে ৪২ লাখ ৪৫ হাজার ২৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪৬ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট মিলসের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ১৬৯ বারে ৮৩ হাজার ৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৭৩২ বারে ৫৭ লাখ ৪৮ হাজার ৭১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৫লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এএমসিএলের (প্রাণ) ৬ দশমিক ১৪ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৪ দশমিক ৫৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ৪ দশমিক ২৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ২ দশমিক ৮৫ শতাংশ, বিডি অটোকার্ডসের ২ দশমিক ০৬ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ১ দশমিক ৭৯ শতাংশ ও মতিন স্পিনিংয়ের ১ দশমিক ৭৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস