সিএপিএর চেয়ারম্যান হলেন বাংলাদেশের আবদুর রহমান খান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১২ ১৭:৩২:০৩
কনফেডারেশন অব এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস (সিএপিএ) পাবলিক সেক্টর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান খান এফসিএমএ। হিসাববিদদের আন্তর্জাতিক এই সংগঠনটির উল্লিখিত কমিটিতে তিনি ২০২০-২৩ মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি এই কমিটিতে ২০১৬-১৯ মেয়াদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাপা’র এই বিশেষ কমিটি মূলত সংগঠনের নীতিমালা এবং কার্যক্রম প্রণয়নের মাধ্যমে বিবিধ লক্ষ্যমাত্রা অর্জনের কাজ করে থাকে। পাবলিক সেক্টর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট কার্যক্রমের উন্নয়ন এবং উন্নতভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার নিশ্চিতকরণ ও প্রসারের জন্য এই কমিটির কার্যক্রমগুলো পরিচালনা করা হয়।
বাংলাদেশ ছাড়াও এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, চীন, ভারত, জাপান, পাকিস্তান, শ্রীলংকা সহ কয়েকটি দেশ মিলিয়ে মোট ৩৩টি জাতীয় পর্যায়ের পেশাদার হিসাববিদদের সংগঠন কাপা’র সাথে সংযুক্ত রয়েছে। বিভিন্ন প্রেক্ষিত ও পরিসরে পেশাদার অ্যাকাউন্টিংয়ের উন্নয়ন, প্রচার ও প্রসারে এই সংস্থা কাজ করে থাকে। এই ৩৩টি সংগঠনের মধ্যে বাংলাদেশের দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) অন্তর্ভূক্ত রয়েছে।
আবদুর রহমান খান এফসিএমএ বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর বর্তমান কাউন্সিলের একজন সদস্য। এর আগেতিনিআইসিএমএবি’র সচিব হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/ঢাকা/এসআই