এবার স্থগিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৯:০০:৪৮


বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো মরণঘাতী করোনাভাইরাসের কারণে এবার স্থগিত হলো বাংলাদেশের অলিম্পিকখ্যাত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই গেমসের নাম দেওয়া হয় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাক্ষাতে ক্রীড়া প্রতিমন্ত্রীকে গেমস বন্ধ রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এই স্থগিতের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, অনেক খেলাই তো স্থগিত করতে হচ্ছে। বাংলাদেশ গেমসে তো অনেক লোকসমাগম হবে। তাই এ সময়ে না করে পরে করলেই ভালো হবে। বিওএ (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) এখন বসে সিদ্ধান্ত নেবে, আবার কবে নাগাদ গেমস করা যায়।’

আগামী ১ থেকে ১০ এপ্রিল ৩১ ডিসিপ্লিন নিয়ে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসর।

এর আগে গতকাল জন্মশতবার্ষিকী উপলক্ষে সব আয়োজন স্থগিতের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপটি নাজমুল হাসান পাপন। বিসিবির আয়োজনের মধ্যে ছিল এ আর রহমানের কনসার্ট এবং বিশ্ব একাদশ-এশিয়া একাদশের মধ্যকার ম্যাচ।
সানবিডি/ঢাকা/এসএস