স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৫টি থার্মাল স্ক্যানার দিল সামিট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৪ ১১:৩১:১৩
দেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান সামিট গ্রুপ কার্যকরভাবে এবং দ্রুততার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় আসা যাত্রীদের তাপমাত্রা শনাক্তকরণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পাঁচটি বিশ্বমানের থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বিশ্বমানের এ থার্মাল স্ক্যানারগুলো হস্তান্তর করেন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান। এ সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান, ফাদিয়া খান ও সালমান খান। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, এ সংকটের সময় বিশ্বমানের এ থার্মাল স্ক্যানারগুলো সরবরাহের মাধ্যমে দেশের সেবার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ।