উচ্চশিক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসির সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৪ ১২:২৪:৩৭
দেশের বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত ও গুণগতমানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে গত বৃহস্পতিবার ইউজিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ইউজিসিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বিশ্ববিদ্যালয়) অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় ইউজিসির ১৯৭৩ সালের অধ্যাদেশ সংশোধন, ক্রস বর্ডার হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।