করোনাভাইরাস বিষয়ে আদ-দ্বীন মেডিকেল কলেজে সেমিনার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:৩৫:০৩
আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে নভেল করোনাভাইরাস বিশ্বের নতুন হুমকি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মেডিকেল কলেজের ন্যাশনাল প্রফেসর ইব্রাহীম লেকচারার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। হাসপাতালের মেডিসিন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মানবেন্দ্র নাথ নাগের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিচমন্ড রোন্যাল্ড গোমেজ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আফিকুর রহমান।
সেমিনারে বক্তব্য প্রদান করেন আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিংগুলোর ডিরেক্টর জেনারেল প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, প্রফেসর ডা. হামিদুর রহমান, প্রফেসর ডা. লুত্ফুল কবীর প্রমুখ।
এ সময় মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. আশরাফ উজ্জ-জামানসহ শিক্ষক-শিক্ষার্থী ও হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধে ডা. রিচমন্ড রোন্যাল্ড গোমেজ বলেন, ‘নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী একটি নতুন হুমকি। ভাইরাস থেকে পরিত্রাণ পেতে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে হবে। সাবান দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে। জীবাণুনাশক হাতে মেখে জীবাণু প্রতিরোধ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো. আফিকুর রহমান বলেন, ‘যখন কোনো দেশ ক্রাইসিসে পড়ে তখন সে দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর লোক ফায়ারিং রেঞ্জে থাকে। কিন্তু এখন আমরা যারা ডাক্তার, আমরা যারা সিস্টার, আমরা যারা হেলথ ওয়ার্কার, তারাই আজ সারা পৃথিবীতে ফায়ারিং রেঞ্জে। সুতরাং আমাদের দায়িত্ব হলো বেসিক আইডিয়া দিয়ে রোগীর সেবা করা। সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও নিরাপদ থাকব।