আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালাও করোনায় আক্রান্ত
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:৩৪:৫৭
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার কিছুতেই আটকানো যাচ্ছে না । দ্রুত গোটা বিশ্বকে গ্রাস করছে এটি। এ মারণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি মানুষের।
করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী, হলিউড অভিনেতা টম হ্যাংকস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রিয়তমা স্ত্রী, জুভেন্টাস ফুটবলার ড্যানিয়েল রুগানির মতো বিশিষ্টরাও।
রুগানি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ। ফলে সিআরসেভেনও এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। সেই আতঙ্ক না কাটতেই এবার জুভদের অপর খেলোয়াড় পাওলো দিবালাও করোনায় আক্রান্ত হলেন।
সম্প্রতি রুগানির সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করেন রোনাল্ডো। তাই সতর্কতা হিসেবে তাকেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।
গেল বুধবার করোনাভাইরাস সংক্রমণকে অতিমারী (প্যানডেমিক) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যা মহামারীর চেয়ে ভয়াবহ। এর জেরে বাতিল হয়ে যাচ্ছে বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।
চীনের পর ইতালিতেই সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। মৃতের সংখ্যাও সেখানে দেশটির পরই। সেই ইতালির ঘরোয়া লিগ সিরি আ’তে খেলেন রোনাল্ডো। এ টুর্নামেন্টের ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে।
সিআর সেভেন এখন রয়েছেন নিজের দেশ পর্তুগালে। সেখান থেকে তাকে এখন ইতালিতে ফিরতে বারণ করা হয়েছে। তার করোনাভাইরাস পরীক্ষাও করা হয়েছে। তাতে পাস করেছেন পর্তুগিজ যুবরাজ। করোনার কোনো চিন্হ পাওয়া যায়নি।
সম্প্রতি পক্ষাঘাতে আক্রান্ত হন রোনাল্ডোর মা। আপাতত মায়ের দেখভাল করছেন ৩৪ বছর বয়সী ফুটবলার। কিন্তু রুগানির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই পর্তুগালে তাকে সর্বোচ্চ নজরদারিতে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তথ্যসূত্র: এইসময়।
সানবিডি/এনজে