বৃহস্পতিবার প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএম

প্রকাশ: ২০১৫-১২-০২ ১০:৫৫:৪৫


paramount_textileপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে কাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন সকাল ১০টায় ঢাকার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে (কিংস হল) এ এজিএম অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে; যার পুরোটাই নগদ।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সা।