নির্বাহী পরিচালক হলেন আশরাফুল আলম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৪ ১৩:৩৮:০৮
বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১: ১৩২/২০২০ মোতাবেক ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আশরাফুল আলমকে সম্প্রতি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করে বগুড়া অফিসে বহাল রাখা হয়েছে। আশরাফুল আলম পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন। আশরাফুল ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।