হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন-২০২০ চালু করল ইউনিসেফ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৫ ১০:০৩:১০
আসন্ন জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল অডিটোরিয়ামে রঙিন বেলুন উড়িয়ে ও শিশুদের টিকা প্রদানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ সফ আহমেদ মুয়াজ, এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বকস চৌধুরী এবং উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।
সভায় বক্তারা আরো জানান, এ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশের নয় মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে (আগে এমআর টিকা পেয়ে থাকলেও) আবারো এক ডোজ এমআর টিকা দেয়া হবে। ক্যাম্পেইনটি দুই ভাগে পরিচালিত হবে।
এর মধ্যে ১৮ থেকে ২৪ মার্চ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে সারা দেশের ১ লাখ ৭৩ হাজার ২৮৯টি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী বা সমপর্যায় পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। আর ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহে ২ লাখ ৪৪ হাজার ৪৪৪টি নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে কমিউনিটির উদ্দীষ্ট শিশু এবং যারা বিদ্যালয়ে যায় না বা প্রথম সপ্তাহে টিকা গ্রহণ করেনি তাদের প্রাপ্যতা অনুযায়ী ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে।
ক্যাম্পেইন শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত টিকাদান কেন্দ্রগুলোয় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।